Gouri Mondal
Migration Geography
1961 - West Bengal (India)
1970 - Chanda Camp, Maharashtra (India)
1971 - Dhaka (Bangladesh)
1972 - Mana Camp, Chattisgarh (India)
1980 - P.L. Camp 1, Raipur, Chhattisgarh (India)
Currently lives in P.L. Camp 3, Raipur, Chhattisgarh (India)
“What else can we do – living here, barely eating, she works at a store and makes six thousand out of which we are surviving. I have got a nerve issue in my neck area, you know my child. I can’t walk well, my head spins, my body shivers. No good government doctor has seen me. There is no facility. How can we manage clothes with 1500 rupees per year for buying clothes? But that is all that they give us. What else can we do? We are barely surviving.”
Interviewer – Mohana Chatterjee
Summary – Sumallya Mukhopadhyay
Transcript – Hemantika Chatterjee
Portrait Image - Aurgho Jyoti
Interview Location – P.L. Camp 3, Raipur, Chhattisgarh (India)
Interview Date – 2 November 2021
Summary
At the onset, Gouri Mondal clearly states that she had been living in P.L. 3 Mana Camp for the last three-four decades. She refers to her daughter’s age to make sense of the years spent in the camp. After migrating from East Pakistan in 1961, she met her husband in Chanda Camp, Maharashtra. The couple got married in the camp in 1970. Following the Bangladesh Liberation War, her husband decided to shift to Dhaka. But they were not offered any land, so they had to return to India.
Her husband fell gravely ill while working in Dandakaranya. Soon he passed away owing to issues related to tuberculosis. Back then, her family received a dole of around twenty rupees. These days, the amount is six hundred for the two family members. They also receive thirty kilograms of rice. However, they do not get free medicine anymore.
It disturbs Gouri Mondal to think that she and her daughter might be forced to leave the house where they are residing at present. She continuously points to the fact that there are goons who threaten her family. Her daughter is quite adamant about not leaving the house. She might be relocated to P.L. Camp 1, where she had lived before.
Transcript in English
Question: Hello, your name?
Answer: My name is Gouri Mondal.
Question: How long have you been here?
Answer: I came here around forty years ago. During the 70s, back when I was not married. In ‘71, at the Chanda camp in Maharashtra I got married. From there we went to Dhaka. During the refugee crisis my husband went to Bangladesh again. Those who had arrived after 1970- they were not given any inch of land. They threw us out. They threw us – so we came here, in this country and settled in Mana camp. At Mana camp he made his card. That card could not get us rice – we got some money instead. What could we eat out of that money?
Question: Who was there in your family then?
Answer: My husband, my father-in-law, my mother-in-law and I.
Question: How old were you then?
Answer: at that time, I was around 20-21 years old.
Question: Did you have to do the same job?
Answer: No. My husband did it. When he went there, he got scared by a man. My eldest daughter was three then and I was six months pregnant with my second daughter – and a mad man came when he went to urinate, shook him at the shoulder at night, to which he got extremely scared. Till the day he had strength in his body, he never told anyone about this incident. The time when he became bedridden, only then he narrated that the incident scared him. We took him to the doctor but nothing could cure him. From there he got P.L and was sent back to Mana camp.
Question: What happened after he got scared?
Answer: After that trauma he got affected with T.B.- coughed blood. We did not get a good doctor there, and even after check-ups they could not cure him.
Question: Did he fall sick totally?
Answer: Yes, he did completely fall sick. When he coughed, it used to be blood drenched all around. After he fell sick, he was again sent here.
Question: This was P.L. camp three, right?
Answer: Yes, it was a P.L camp. He could not work and my father-in-law was an old man, was sent here, did not survive even for six months or so. He dies right after. At that time, I had two daughters –one three years old and the other one-year old. The younger one could sit then. I became a widow at 22. Days went by – we got some money from the P.L. Previously, they gave us 22 rupees for three people.
Question: 21 rupees for three people?
Answer: Yes.
Question: Was this given monthly or weekly?
Answer: It was given weekly. And now it is given monthly. Now that we two are there – the younger daughter and I, we get 600 rupees a month.
Question: For two?
Answer: Yes. And we get 30 kilograms of rice too. Earlier, if we fell ill, we did not buy medicines. We used to get money for the medicine bills- they don’t give it anymore. That has stopped.
Question: Have your in-laws died?
Answer: Both have died. Husband too. Two daughters- one got married near the shop by the gate over there.
Question: Have you not asked for rehabilitation? Land and property? Like they gave in Malkangiri, Umarkot?
Answer: No, no.
Question: Did you ask for it?
Answer: Yes, the boys did. They did not give. And my husband is dead and I don’t have a son, I have come with a P.L. They had called us to number one – my younger daughter was unwilling to go. I am old, and there are goons at night in those areas. She won’t go there. She asked to give us a vacant room on this side- she won’t get married. Seeing so many disturbances around, she has decided not to get married.
Earlier she had an ailment. She used to shiver and pass out, which is why she could not attend school after class nine. Now she has aged a little, around 30-35 years, she won’t get married anymore. What else can we do – living here, barely eating, she works at a store and makes six thousand out of which we are surviving. I have got a nerve issue in my neck area, you know my child. I can’t walk well, my head spins, my body shivers. No good government doctor has seen me. There is no facility. How can we manage clothes with 1500 rupees per year for buying clothes? But that is all that they give us. What else can we do? We are barely surviving. I have seen the doctor, but nothing is working out. Now I am having some homoeopathic medicines- they have asked me to have it for six months. The burning sensations have reduced a little. Even at night my body shivers. Oh, what a pain it is! I can’t stand, my head spins. What to eat, what to do? It’s very hard to survive and there is nothing to say. Without a husband, without a son, what to do – it’s all that my daughter earns. And Aruna buys medicines for 1500 rupees per month. Earlier we used to get some money to see the doctor. Now, since Covid has struck, we get nothing. Everything has stopped. What else can I say – there is a lot of pain.
Question: Is the government taking initiatives to provide a house and a shop to your daughter?
Answer: They won’t give us anything. They won’t.
Question: Why?
Answer: There is no son in the house. They won’t give us.
Question: Still such a system?
Answer: Yes. Those who have sons will get it, we will not. Only if we had got another room!
Question: Didn’t they give you another house?
Answer: They won’t give us. Even if they do, it won’t be a good one. It will be half broken.
Question: And they have asked you to leave from here?
Answer: Yes, we will have to evacuate.
Question: When will you have to leave?
Answer: After it is complete. The one whose house will be complete will get a house. And we will be forced out of this house.
Question: They will kick you out of this house? For how long have you been here?
Answer: My younger daughter is aged 35-40 years. We have been here since then.
Question: Now suddenly they’re saying they’ll kick you out of here?
Answer: They will repair the other house, so they have brought us to stay here. They’ve asked us to live here until that house is repaired.
Question: Is that house comparatively better?
Answer: Yes.
Question: And the one in which you were earlier – how is that?
Answer: That is this one just beside here. The one in which the officer babu stayed.
Question: What after it is repaired?
Answer: After repairing it, some other person will be staying there. Yet another will be occupying this one too. And where will I go, only God knows – I don’t know my child.
Question: Where else will they take you?
Answer: Some vacant room at the place behind. Such a poor destiny! What more could a widow at 22 expect from fate? There is no relief, only frustration.
Question: You went to P.L one, is there any chance that you will be taken there?
Answer: They said they will, from the office. My daughter said she won’t go- give me a house here, I will live here. Who will look after us at night if we go there- there are goons. That is why she did not go there.
Transcript in Bangla
প্রশ্ন: নমষ্কার, আপনার নাম?
উ: আমার নাম গৌরী মণ্ডল
প্রশ্ন: আপনি এখানে এসেছেন কত বছর?
উ: আমি এখানে এসছি চল্লিশ বছর হবে।
এসেছি ৭০সালে হবে, সেইসময় আমার বিয়ে হয়নি।৭১সালে চাঁদা ক্যাম্প হয়েছিল মহারাষ্ট্রে- ঐখানে ছিলাম, ঐখানে আমার বিয়ে হয়েছিল। ঐখান থেকে বিয়ে করে আমরা আবার ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আবার, শরণার্থীর সময় হলে, আমার স্বামীরা আবার বাংলাদেশ এ গেছিলো। সে জায়গা জমি ছেড়ে বাংলাদেশে গেছিলো। ওই দেশে যারা ৭০ সালে এসছে তাদের আর কোনো জায়গা জমি দেবেনা – সেখান থেকে আবার ভাগিয়ে দিয়েছে।
ঐখান থেকে আবার বের করে দিয়েছে – তাতে আবার এই দেশে এসে গেছে, এই দেশে এসে আবার এই মানা ক্যাম্প e এসছিল। মানা ক্যাম্পে এসে কার্ড করে, সে কার্ড করলে আবার চাল দিতনা, সুধু কটা টাকা দিত। তাতে আর খাবে কি, তখন পাঠিয়েছিল মাটি কাটতে।
প্রশ্ন: তখন আপনার পরিবারে কে কে?
উ: আমার স্বামী, আমার শ্বশুর, শাশুড়ি আর আমি।
প্রশ্ন: আপনার বয়স কত হবে তখন?
উ: সেই সময় আমার বয়স হবে বিশ- বাইশ।
প্রশ্ন: আপনাকেও মাটি কাটতে হয়েছে?
উ: আমি মাটি কাটিনি। আমার স্বামী কাটত। ও ওইখানে গিয়ে একটা মানুষ দেখে ভয় পেয়েছিল,তখন আমার বড় মেয়ের তিন বছর বয়েস, ছোট ছেলে ৬ মাস পেটে ছিল, আর একটা মানুষ পাগল এসে, পেচ্ছাপ করতে বেরিয়েছিল, রাত্রে ঘর ধরে ধাক্কা দিয়েছে – উনি ভয় পেয়েছেন।যতদিন ওনার শরীরের তাগত ছিল কাউকে কোনোদিন বলেনি যে আমি ওকে দেখে ভয় পেয়েছি, যেই সময় একদম বিছানা ধরা হয়েছে, সেই সময় বলেছে আমি অমুককে দেখে ভয় পেয়েছি।তখন ডাক্তার কবিরাজ দেখিয়েছি, হসপিটাল করেছি – কোনো ডাক্তার কবিরাজ ঠিক করতে পারেনি। ওই জায়গা থেকে পি এল করে আবার এই মানা ক্যাম্প e পাঠিয়েছি।
প্রশ্ন: ভয় পেয়ে ওনার কি হয়েছিল?
উ: ভয় পেয়ে টি. বি মত হয়েছিল – গলা দিয়ে রক্ত উঠতো। ওইখানে ডাক্তার কবিরাজ ভালো মতন পেতাম না, আর দেখালে ঠিক করতে পারতোনা।
প্রশ্ন: একেবারে অসুস্থ হয়ে পড়েন?
উ: একেবারে অসুস্থ হয়ে পড়েন। কাশতে
কাশতে রক্ত উঠে ভেসে যায়। তা অসুস্থ করে আবার এখানে পাঠিয়েছে –
প্রশ্ন: এটা পি. এল ক্যাম্প থ্রি তাইনা?
উ: হ্যাঁ, পি. এল ক্যাম্প ছিল। কাজ করতে পারতো না আর শ্বশুর বুড়ো ছিল, এখানে পাঠিয়েছে, এখানে এসে মনে হয় ছয় মাস ও বাঁচেনি, তারপরেই মারা গেছেন উনি। সেইসময় আমার দুটো মেয়ে, একটা এক বছরের একটা তিন বছরের।ছোট মেয়ে বসতে পারতো ওইসময় আমি, বাইশ বছর বয়সে আমি বিধবা হয়েছি। ওইখানে থেকে চলে – পি. এল এর কটা টাকা দিত – আগে দিত একুশ টাকা বাইশ টাকা, তিন জনের –
প্রশ্ন: তিন জনের একুশ টাকা?
উ: হ্যাঁ
প্রশ্ন: এটা কি মাসে না সপ্তাহে?
উ: সপ্তাহে দিত। আর এখন দেয় মাসে, দুই জন যে আছি, মেয়ে আছে ছোটটা আর আমি, ৬০০ টাকা পাই মাসে –
প্রশ্ন: দুজনের?
উ: হ্যাঁ। আর ৩০ কিলো চাল পাই। অসুস্থ হলে, কোনো রোগ ব্যাধির আগে ওষুধ কিনতাম না তখন পয়সা পেতাম মেডিক্যাল বিল এর – সেটা বন্ধ করে দিয়েছে, এখন আর দেয়না।
প্রশ্ন: আর আপনার শ্বশুর শাশুড়ি কি মারা গেছেন?
উ: সব মারা গেছে, স্বামী মারা গেছে। দুই মেয়ে, বড় মেয়ের বিয়ে দিয়েছি ওই গেটের দরে দোকান আছে ওই পাশে, ওইখানে বড় মেয়ের বিয়ে দিয়েছি।
প্রশ্ন: আপনারা কখনো বলেননি আপনাদের পুনর্বাসন দিতে, কোনো জায়গা জমি, জেরকম মালকাঙ্গিরি, উমরকট-
উ: দেয়নি দেয়নি
প্রশ্ন: আপনারা বলেছিলেন?
উ: হ্যাঁ, কত চেয়েছে ছেলেরা। দেয়নি। আর আমার স্বামী মরে গেছে আমার তো দেবেনা – ছেলে নেই, পি. এল করে নিয়ে এসেছি। তারপর এখন ওই এক নম্বরে ডেকেছিল – এক নম্বরে আমার ছোট মেয়ে যাবেনা। আমি বুড়ি না, আর রাত্রে চোর গুণ্ডা ঢোকে ওইসব জায়গায়। ও যাবেনা। ও বলেছে এই পাশে আমায় একটা খালি ঘর টর দিয়ো, সেখানে মা আর আমি থাকবো – বিয়ে করবেনা। মেয়ে বিয়ে করবেনা।চারিদিকে ঝামেলা দেখে ও আর বিয়ে করবেনা।
আর ওর আগে একটা অসুখ ছিল – এরম এরম করতে করতে বেহুঁশ হয়ে যেত। ক্লাস নাইন এর পর আর স্কুলে যেতে পারলো না। আর এখন একটু বয়েস হয়ে গেছে, তিরিশ – পয়তিরিশ হয়েগেছে, এখন আর বিয়ে করবেনা। আর কি করবো এই জায়গায় থাকি, যা কটা খাই, ও একটু দোকানে কাজ করে, ছয় হাজার টাকা পায় মাসে, তাই দিয়েই খাচ্ছি।
আমার ঘাড়ের মধ্যে না মা, শিরা দাবিয়ে গেছে – আমি হাঁটতে পারিনা, আমার মাথা ঘুরায় আর গায়ের মধ্যে কাপুনি দেয়। ভালো কোনো সরকারি ডাক্তার ও দেখেনা, কোনো সরকারি ফেসিলিটি ও দেয়না।বছরে পনেরশ টাকায় কাপড় জামা হয়? তাই আমাদের দিচ্ছে, কি করবো?করার কিছু নেই। অনেক কষ্ট করে চলে সংসার। এখন এই ঘাড়ের সমস্যা নিয়ে ডাক্তার দেখিয়েছি, কিছুতে ঠিক হচ্ছেনা। এখন একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি – বলেছে ছয় মাস খাও ঠিক হয়েযাবে। তাতে জ্বালাটা একটু কম হয়েছে আর গায়ের মধ্যে শুধু কাপে।রাত্রে সুলেও গায়ের মধ্যে কাপে। আর কি যন্ত্রণা – উঠে দাড়াতে পারিনা, মাথা ঘুরায় চক্কর দেয়। কি খাব, কি করবো – অনেক কষ্ট সংসার চলে, বলার কিছু নেই। স্বামী নেই ছেলে নেই কি করবো, এই একটা মেয়েতে যা কমায়। আর অরুণা মাসে মাসে পনেরশ টাকার ওষুধ কিনে মেয়ের। আগে ডাক্তার দেখাতে কটা পয়সা পেতাম, এখন দুই তিন বছর ধরে, করোনার পর থেকে আর পয়সা দেয়না। পুরো বন্ধ করে দিয়েছে। কি বলবো আর বলার কিছু নেই আমার। অনেক কষ্ট জীবনে অনেক কষ্ট
প্রশ্ন: আপনাদের বাড়ি আর মেয়ে কে দোকান দেওয়ার কোনো কথা গভর্নমেন্ট বলেছে?
উ: আমাদের দেবেনা কিছু, আমাদের দেবেনা।
প্রশ্ন: কেনো?
উ: ছেলে নেই না, তাই আমাদের দেবেনা।
প্রশ্ন: এখনও এরম সিস্টেম চালাচ্ছে?
উ: এখনও এরম চালাচ্ছে, যাদের ছেলে আছে তাদের দেবে আমাদের দেবেনা। আমরা যদি আরেকটা ঘর পেতাম তাহলেও তো কিছু হতো।
প্রশ্ন: আপনাদের কি আরেকটা ঘর দেয়নি?
উ: আমাদের দেবেনা। আর দিলেও এই ভালো ঘর দেবেনা, ভাঙ্গা চোরা ঘর দেবে
প্রশ্ন: আর এই ঘর থেকেও আপনাদের কে বলছে চলে যেতে?
উ: হ্যাঁ, চলে যেতে হবে।
প্রশ্ন: কবে চলে যেতে হবে?
উ: পুরো ঘর complete হয়েগেলে, পুরো ঘর complete হবে যার সে ঘর পাবে, আর আমাদের এই ঘর থেকে বের করে দেবে।
প্রশ্ন: বের করে দেবে ঘর থেকে? আর এইখানে আপনারা কতদিন ধরে আছেন?
উ: আমার তো ছোট মেয়ের বয়স ৩৫-৪০ হতে গেলো এতদিন এখানেই রয়েছি
প্রশ্ন: এখন হঠাৎ করে বলছে এখন থেকে উঠিয়ে দেবে?
উ: ওই ঘরটা ঠিক করবে বলে এখানে নিয়ে এসেছে। এখন বলছে যতদিন ওই ঘরটা না ঠিক হচ্ছে, ততদিন এই ঘরে থাকো।
প্রশ্ন: এই ঘরটা কি comparatively ভালো?
উ: হ্যাঁ
প্রশ্ন: আর যেটাতে আগে ছিলেন সেটা কিরকম?
উ: এইযে পাশের এই ঘরটা। যেটাতে ওই অফিসের বাবু ছিল সেটা।
প্রশ্ন: ওইটা ঠিক হওয়ার পর?
উ: ওইটা ঠিক হলে আরেকজন আসবে, এইতাতেও আরেকজন আসবে, আর আমাকে কোথায় দেবে ভগবান জানে – আমি জানিনা বাবা।
প্রশ্ন: অন্য কোথায় নিয়ে যাবে?
উ: ওই পিছনের দিকে কোনো একটা খালি ঘরে। কপালে এত কষ্ট – বাইশ বছরে যার স্বামী মরে যায় তার কপালে কি থাকে – কোনো শান্তি নেই, অশান্তি খালি।
প্রশ্ন: পি. এল ওয়নে আপনি গেছেন – এরকম কি কোনো চান্স আছে যে আপনাকে ওখানে নিয়ে যাবে?
উ: অফিস থেকে বলেছিল ওইখানে নিয়ে যাবে। আমার মেয়ে বলেছে আমি যাবনা – আমাকে একটা ঘর দিয়ো আমি এখানে থাকবো। ওইখানে গেলে কে দেখবে আমাদের রাত্রে যদি চর গুণ্ডা আসে? তাই মেয়ে যায়নি।