Satish Chandra Biswas

Migration Geography

Udhuna, Faridpur District, Sub-division- Gopalganj (East Pakistan, present Bangladesh)

Khulna (East Pakistan, present Bangladesh)

Sealdah - Kolkata, West Bengal (India)

Howrah - Kolkata, West Bengal (India)

Chandipur worksite-camp, Midnapur, West Bengal (India)

Nadia district, West Bengal (India)

1964 - Kharagpur district, West Bengal (India)

My younger brother was born in India, in that first camp. So, since I was older, I had more responsibility. So I needed a job. Getting a job was not as difficult as it is today. Then I applied... I thought I came here and saw engines, steam engines and all, so I thought better get a job. So I got a job in the railways in ’64 in the Kharagpur Division. So I went there. Father and mother remained in Nadia district. While working at that time, father said that grandmother should be brought here. Bangladesh was still not established. So, I remember, my father brought my grandmother to the border with a bribe, in a basket on his head. Grandma was alive for another two or three years, I used to go home sometimes. I received my grandmother's love. I was old by then. Then the brothers started studying slowly, the middle one got a job. In this way slowly I got married in ’72. We got married on February 23rd. My wife got a job in the railways as a nurse. I got transferred here from Kharagpur after getting job. Then, slowly, my wife got promoted from ‘Sister’ to ‘Matron’ to ‘Officer.’ Assistant Nursing Officer, she was. I was also an electric driver, then became an inspector. We stopped working long ago. I finished my job in ’98. It's been a long time.

আমার ছোট ভাই জন্মেছে ইন্ডিয়া তে এসে, ওই প্রথম ক্যাম্পে। তো আমি যেহেতু বড়, আমার ওপর দায়িত্ত্ব বেশী। তো চাকরি একটা দরকার। আজকের দিনে চাকরি পাওয়া যেমন কষ্টদায়ক, তখন ততটা ছিল না। তারপর যখন অ্যাপ্লিকেশন দিলাম… আমি ভাবলাম এখানে এসে ইঞ্জিন দেখেছি, স্টিম ইঞ্জিন, তো আমি একটা রেলে চাকরি পেলে ভালো হয়। তো রেলেই চাকরি পেয়ে গেলাম ৬৪ সালে খড়গপুর ডিভিশনে। তো সেখানে চলে গেলাম। বাবা, মা তখন নদীয়া জেলাতেই। সেই সময় চাকরি করতে করতে, বাবা বললেন ঠাকুমা কে নিয়ে আসা দরকার। তখন কিন্তু বাংলাদেশ হয়নি। তো মনে পড়ে, ঘুষ দিয়ে বর্ডারে, ঝুড়িতে করে মাথায় করে ঠাকুমা কে নিয়ে এসেছিলেন আমার বাবা। ঠাকুমা দুই তিন বছর যখন বেঁচে ছিলেন তখন আমি মাঝে মাঝে বাড়ি যেতাম। ঠাকুমার স্নেহ আমি পেয়েছি। তখন তো বয়স হয়ে গেছে। এই আরকি। তারপরে তো ভাইরা আস্তে আস্তে পড়াশুনো করতে লাগলো, মেজভাই চাকরি পেয়ে গেলো। এইভাবে আস্তে অস্তে ৭২ সালে আমি বিয়ে করলাম। তেইশে ফেব্রুয়ারি আমাদের বিয়ে হলো। আমার সহধর্মিণী নার্স হিসেবে রেলে চাকরি পেলো। চাকরি পাওয়ার পরে খড়গপুর থেকে আমার এখানে ট্রান্সফার হলো। তারপরে আস্তে আস্তে সিস্টার থেকে মেট্রন থেকে অফিসার হলো। অ্যাসিস্টেন্ট নার্সিং অফিসার ছিল। আমিও ইলেকট্রিক ড্রাইভার ছিলাম, তারপরে ইন্সপেক্টর হলাম। আমরা চাকরি অনেক আগে ছেড়েছি। ৯৮ এ আমি চাকরি শেষ করেছি। অনেকদিনের কথা।

Interviewer – Gitanjali Roy

Summary – Gitanjali Roy

Transcript –

Portrait Image - Aurgho Jyoti

Interview Location – Kharagpur, West Bengal (India)

Interview Date –

Summary

Satish Chandra Biswas was born in Udhuna, Faridpur District, and Sub-division- Gopalganj East Pakistan (present Bangladesh). A family of 3 sisters and 5 brothers including their mother, father and grandmother had seen tough times to settle in India. Satish Chandra Biswas along with more 10-12 migrant families moved to Khulna in a big boat. Staying overnight in Khulna railway station, the government of India officials checked their documents and moved them to refugee camps. His extended family members, like his paternal brothers and his brother-in-law migrated along with them. Together, they stayed in Khulna but when they landed in Sealdah, they were brought again to Howrah by trucks. The families were then divided by the government, without their consent. Satish was sent to Chandipur, Midnapur, in a camp-site. The migrants were made to settle in Bankura district, Bardhaman district and in many other districts. Families had to live in make-shift tents; eat fried puffed rice, rice flakes that they carried from East Pakistan.

Office-superintendent were in-charge of the refugee camp-site. They made the refugees work in groups, clear the site, and make tents for the 200- 250 refugee families. In return the refugees were paid a minimal amount for their labour. The name of the camp-site was Chandipur worksite-camp.  The original residents of the locality would come and sell products to the refugees. Satish narrated how he would walk 4 kms to school daily. After shifting from East Pakistan, he had no education for 7-8 months. Then he joined class-V in a government school, in India.

During the flood, the tent had to be shifted again. He compared his life with that of beggars during the flood days. After some days, the families who had members below 18 years and were unemployed, only those families were kept in that camp-site. He laments that even today his family couldn’t identify which camp-site his few family members were sent to! Those found, like his brother-in-law (teacher by profession), were sent to Basudhevpur camp. Few others were sent to Bankura, Bardhaman, Talbagicha, etc.

The families who had old members were declared to be moved to another site. Satish had his father and paternal uncle who were listed under the old members’ category and thus they were sent to Nadia district. Government gave them land to settle. By 1964, he got a government job, got married, and got settled in Kharagpur district.

His father who started a business in Nadia district decided to bring his grandmother in the year 1971 (still not present in Bangladesh). His father carried his grandmother in a basket over his head and crossed the border.

Nostalgically, he shared how the migrant families later dispersed to different spaces such as in Dandakaranya, Marichjhapi, and Raipur. He also shared that partially he remembers the riot between the Hindus and the Muslims (of East Pakistan) made them feel insecure with each passing day. When the Government of India assured them to provide security and shelter, they felt the necessity to save their life and thus the urge for re-settlement made them refugees of the different camp-sites. He feels that the re-settlement was a good step for the next generation. For better education and better job opportunities, the refugee life was worth it though full of struggle, anxiety, pain and tales of suffering, the decision to move from East Pakistan to India was a wise one, according to him.

Transcript in English

00:00 – 00:45

Question: Your name?

Answer: Satish Chandra Biswas.

Question: Date of birth?

Answer: October 10, 1943.

Question: Well, that means before partition?

Answer: Yes.

 Question: Where?

Answer: Faridpur District, present day Bangladesh, East Pakistan. Sub Division Gopalganj, in a village.

Question: It was still a part of India?

Answer: Yes.

Question: Do you remember anything about the war?

Answer: I don’t remember the war anymore. I was very young.

1:36 – 06:15

Satish Chandra Biswas: When we came here from Bangladesh, at that time we were in Gramganj, we came to Khulna and boarded the train. I remember coming to Khulna in a big boat… with some other migrating families from our village… with ten or twelve families. One day we came to Khulna and stayed at the railway station. Next day, as per government rules they checked all the documents and we went from Khulna to the Bangaon border…

Question: What kind of documents were checked?

Answer: “Migration” that my father or uncle…they were migrants. They were also elders…others… I had no knowledge about them then. As far as I remember we migrated…

 Question: Whom do you mean by “migrant”, did you use the word “migrant” then?

Answer: Yes. Because we had “migration”, so we were sent to the camp and those who didn’t have migration or those who didn’t have proper documents were not allowed in the camp at that time. The officers, called, holding a list. We came this way and many families from our village, like my cousins or others who were our relatives, like my son-in-law, also crossed over from Bangladesh to Khulna. Later, it was seen, that the steam engine that came from Khulna via Bangaon and dropped us at Sealdah was the first one I saw in my life. I remember that in Sealdah, ten to twelve families were brought to Howrah station by truck, and after taking a train from Howrah station, a refugee camp was set up in each district where the government had a place. We were also sent to a place in Medinipur. A place called Chandipur. We were sent there. But when we started to get on the truck… following the list, and when they [our relatives] boarded, it was seen that the relatives of our village … some were called later, while our names were called first… In this confusion, some relatives were also divided. I didn’t understand who was being sent where. We were young then. Later when we went to the refugee camp in Medinipur there was a huge empty space. We were kept in tents…many families whom I came to know … our relatives, my son-in-law too… Some of them went to another camp in Bankura, some went to a camp in Burdwan. At that time, the Central Government had one camp in each district and the experience after going to this camp, we were there under the tent… two tents. Those with small families had one tent each. Two tents were given to those who had more people in their families. In the empty space, on the empty ground. We had chiramuri, so we ate that.

Question: You did not get anything from the government?

Answer: The government did not give anything immediately.

09:35-10:33

Satish Chandra Biswas: Refugees were kept working in the camps and after all those bighas the land was cleared for a small amount of money. A large rock was cut to make a pond? Why was it done? There was like a canal between the town and the village. The water of this pond will come from there and the water of that pond will be used by the refugees, it was probably the thinking of the government. It is a large pond, meaning bare rock, not soil. The stones were cut and the ponds were dug by the refugees by cutting the trees and working tirelessly day after day.

11:15 – 12:25

Satish Chandra Biswas: There was a village. People from there are very few …, maybe refugees came some with vegetables, some with something else to sell… Someone used to come to sell chocolates, lozenges. Then the government said that those who want to go to school, there is a refugee camp school four kilometers away from there, have to get admission there because there was no school here. From there four kilometers we walked. I was admitted in class five then. I had studied in Bangladesh till class four.

Question: You must have remembered your childhood then? What are the memories of that side of Bengal?

Answer: Very good point. Let me talk about my childhood.

16:16-16:50

Satish Chandra Biswas: I was studying in class two then. At that time I saw that there was a school in the village next to our village. There was a school in our village too, but I didn’t study there. Some of the older boys in our village, in Four, Five, or Six… had a junior high school.

20:27-23:30

Question: What was the condition of the camps during the flood?

Answer: The officers who were in the camp used to tell us to stand like this. Make a small hole in the side. When water fell over the tent it would also fall to the side, if it falls to the side it will move away from us. The middle of the tent would not get wet. But still the soil in the middle… Then again they gave instructions, cut some soil from the side… I tell you… spades etc. were all supplied by the government. We didn’t bring any of it. By cutting the ground with the spade… each of us raised about a foot between the tents. After raising, we laid something on top of it. It was a really painful life. I really can’t explain.

Question: No, no. Still…

Answer: So, we somehow covered the ground with leaves, torn mats… I mean, even beggars don’t beg like we did (I shouldn’t say like that.) And those people helped us. They were quite cooperative. That’s how everyone studied from inside the tent. And my father, uncle, who were older, used to plow the field with a spade in the morning. A large pond was made. Then the camp was dismantled. The order from the government arrived that it will be made into a colony. Those who want to stay, such families were chosen. Those who had reached the age of fifty, were not to be kept there, but sent to another camps. My father was in his fifties at that time so he wasn’t placed there. In this way many families were shifted to other places.

31:57-35:00

Question: You must have lost a few months in your studies when coming here?

Answer: Yes I did. At that time admission was processed according to the season. That did some damage. Those of us who went to high school at that time… there was a peach road, and a huge forest to the left. From there we walked to school in groups. Some five, some six, some seven. As far as I remember, when I joined class five there was no one above class eight in our camp. So the older ones would go in one group, the younger ones would go in another group. I used to return like that when I came back too. This was the way to travel to school. But the high school was located in a camp that was a PL camp. Many camps were built by the government for those who did not have an elder son. All the families whose sons were under the age of eighteen were kept in that camp. A long long house. One family was kept in four houses. That high school was there for a month. They studied in that school. From there, many people got jobs and went out. I also know that children who studied there later became District Magistrates. Many things have happened. That’s how we studied. That’s how I studied from five to eight. Then we went to another camp. It was also a refugee camp. The forest has to be cleared there too. There was also a tent. In a word, they came from Bangladesh and cleared the forest and allowed them to stay. Just like Dandakaranya. I did not go, but heard that thousands of bighas of land had been cut in this way and refugees had been settled there. There are schools, colleges, mill factories…

36:25 – 37:54

Satish Chandra Biswas: The camp we moved to, the the pain of losing my relatives which… We did not know for two years where the uncles of our family disappeared, who took whom to which camp. Later, when we had tidied up a bit, set up the tent, my father started to find out who was in which camp. Some relatives were found, some are still unaccounted for. It is very painful. To this day, I have not found where my cousin’s sons are!

Question: Which camp did you find them in?

Answer: They were in Bankura, Vasudevpur camp… It was my son-in-law. He is a teacher. Later he came to Nadia and taught there for a long time. He is dead now. Then Burdwan… Some people were found in different places and many were not found. We still don’t know about them.

38:10 – 44:45

Satish Chandra Biswas: We had our School Finals then. Not yet called ‘Madhyamik’. From there we, father, uncle who passed the school finals… a list of them was published, that they will be taken to another place. And if there are elder sons then they will be given three kathas of land. There will be a house. Thus we were brought from there to Nadia district. We got three kathas of land.

Question: What did you do with the house you had there?

Answer: My grandparents were three brothers. My father was the eldest. The younger one stayed in Bangladesh to protect it. The three sons of Chota Thakurda, one remained, three came here. It went on like this. We didn’t go anymore. When ‘Bangladesh’ came to be in 1971, we almost left… We don’t know who got the money… but various uncles, various people of the village, ran shops here and there, they suffered a lot…

Question: Did you get in contact with them?

Answer: My uncle was contacted later. My father helped him.

Question: Were you in your home or the refugee camp then?

Answer: No when uncle came…

Question: The year?

Answer: In 1971 we came ‘home’ after many years. At that time I went to Nadia district, there was Sri Krishna College. I joined there. I studied there for one year. Then I got a job in the railways. There was a great need for jobs then.

Question: Where did you study? Which school? College? University?

Answer: We studied there in the camp school.

Question: Do you remember what the name was?

Answer: The name is… what school was it? Well anyway, I’m off then. A job was needed then. Let’s talk about father. Baba opened a ready-made cloth shop in the market. You have to live you know. That two and a half thousand rupees was a loan by the government and three kathas of land. My brothers were studying then.

Question: How many brothers?

Answer: We are five brothers. And three sisters – they are married.

Question: They were also in India?

Answer: My younger brother was born in India, in that first camp. So, since I was older, I had more responsibility. So I needed a job. Getting a job was not as difficult as it is today. Then I applied… I thought I came here and saw engines, steam engines and all, so I thought better get a job. So I got a job in the railways in ’64 in the Kharagpur Division. So I went there. Father and mother remained in Nadia district. While working at that time, father said that grandmother should be brought here. Bangladesh was still not established. So, I remember, my father brought my grandmother to the border with a bribe, in a basket on his head. Grandma was alive for another two or three years, I used to go home sometimes. I received my grandmother’s love. I was old by then.  Then the brothers started studying slowly, the middle one got a job. In this way slowly I got married in ’72. We got married on February 23rd. My wife got a job in the railways as a nurse. I got transferred here from Kharagpur after getting job. Then, slowly, my wife got promoted from ‘Sister’ to ‘Matron’ to ‘Officer.’ Assistant Nursing Officer, she was. I was also an electric driver, then became an inspector. We stopped working long ago. I finished my job in ’98. It’s been a long time.

46:20 – 49:30

Satish Chandra Biswas: When we were sent to different places from the camp, ten families here… ten families there…  camps started to be dismantled. Then how the government dismantled them… the camps were given to some of those who had an older son over eighteen years of age, with land and money. Now in West Bengal I have heard that in some places, those who do not have children, the elderly… some such families were kept alive by cash loans. They have nowhere else to go. Now there was no such thing in camps.

Question: No, not now. But those families, they are also somewhere like this…

Answer: Yes, about two or four families… like one established with my sister-in-law, who was a school teacher. There were two other families, they went to Dandakaranya but at another time… there was a place called Morichjhanpi where the gunfight took place. Many families were brought there, from where they were sent to the penitentiary. So they went there to Raipur… I found this family there, from our village. They are alright now. However, the grass land had to be cut to build houses. All the refugees did. But the government did nothing. They are pressured, they had to cut down the forest and make houses, land like this…

Question: Food from the government? Food and some…?

Answer: Yes, when we were in the camp, we got 10 or 12 rupees per month… At that time, the money wasn’t worth much. In fact, we could just afford rice, not even salt really. I remember, the small rice that is rice, what is it called? Small rice? So if the price of one kilo of rice is 10 rupees, then its price was 6 rupees. So I used to see my father carrying weight on his head. Because he had to bring up his boys. How to save? We had to buy oil, salt, etc. How? Very painful! Tears come to my eyes as I speak.

51:30 – 54:15

Satish Chandra Biswas: Oh, why did we come here? As far as I know, at that age, there were some atrocities in those places where Muslims were more and Hindus were less. I don’t remember everything from before – the time after my birth. But it happened. But I saw that there was a riot in such and such a place. Muslims on one side, Hindus on the other. We’re sitting at home listening to it. This person has been captured… that person got their throat cut. We realised it was very difficult to stay there. At that time, the educated people in the village said, if the children have to be brought up properly, then they should not stay here. But what do we do with the land? At that time no one bought our land out of fear. What will you buy? You have to leave everything behind. Thousands, crores of acres of land and tears had to be left behind. At that time, Muslims were like that, I heard. Later when the Government of India said, the door is open, migrants came as soon as they could. They came because the government gave the green signal. We came in batches, that is, 1952, ’53, ’54, as far as I remember till ’56, the largest number of refugees arrived in India. It is hard to imagine! What kind of days we have spent!

Transcript in Bangla

00:00 – 00:45

প্রশ্ন: তোমার নাম?

উ: সতীশ চন্দ্র বিশ্বাস।

প্রশ্ন: Date of birth?

উ: ১০ই অক্টোবর, ১৯৪৩.

প্রশ্ন: আচ্ছা, তার মানে দেশভাগের আগে?

উ: হ্যাঁ।

প্রশ্ন: কোন জায়গায়?

উ: অধুনা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, ফরিদপুর জেলায়। সাব ডিভিশন গোপালগঞ্জ, একটা গ্রামে।

প্রশ্ন: তখনও তো ইন্ডিয়ার পার্ট ছিল?

উ: হ্যাঁ।

প্রশ্ন: ১৯৪৭ এর যুদ্ধর কথা কিছু মনে আছে?

উ: ১৯৪৭ এর যুদ্ধের কথা এখন আর মনে পড়ে না। অনেক ছোট ছিলাম তো।

1:36 – 06:15

সতীশ চন্দ্র বিশ্বাস: যখন আমরা বাংলাদেশ থেকে এখানে আসি, ওই সময়ে গ্রামগঞ্জে আমরা… খুলনা তে এসে ট্রেনে চাপি। আমার মনে পড়ে একটা বড় নৌকোয় করে… গ্রামের কিছু মাইগ্রেন্ট পরিবার… দশ বারোটা পরিবার নিয়ে একটা বড় নৌকায় করে খুলনাতে আসি। সেই খুলনা তে এসে একদিন আমরা থাকি ওখানে রেল স্টেশনে। তারপরের দিন সরকারের নিয়ম অনুযায়ী তারা সমস্ত কাগজপত্র চেক করে এবং খুলনা থেকে বনগাঁ বর্ডার হয়ে…

 প্রশ্ন: কিরকম কাগজ পত্র ছিল যেগুলো চেক করলো?

উ: মাইগ্রেন্ট যে আমার বাবা বা কাকা… তারা ছিলেন আরকি বড়রা… আমার তখন ওইগুলো সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। যতটুকু মনে পড়ে যে আমরা মাইগ্রেশন করে এসেছিলাম…

প্রশ্ন: আর তোমাদের কে কি মাইগ্রেন্ট হিসেবে মানে, “মাইগ্রেন্ট” শব্দটা ব্যবহার করতো তখন?

উ: হ্যাঁ। মাইগ্রেশন ছিল বলেই আমরা… কোন একটা ক্যাম্পে পাঠায় এবং ওই মাইগ্রেশন যাদের নেই বা কাগজপত্র যাদের ঠিকঠাক নেই, তাদের ওই সময় allow করা হয়না। লিস্ট ধরে ধরে অফিসাররা ডাকতেন। আমরা এইভাবে আসি এবং গ্রামের অনেক পরিবার, যেমন আমার কাকাতো ভাইরা বা অন্যান্য যারা আত্মীয় ছিল, যেমন আমার জামাইবাবু, একইসঙ্গে বাংলাদেশ থেকে পাড়ি দিই খুলনা তে। পরবর্তীতে দেখা গেলো খুলনা থেকে ট্রেনে বনগাঁ হয়ে আমাদের শিয়ালদহ তে এসে নামালো সেই স্টিম ইঞ্জিন প্রথম আমি আমার জীবনে দেখি। সেই শিয়ালদহ তে মনে পড়ে ট্রাকে করে দশটা বারোটা পরিবারকে হাওড়া স্টেশনে তে নিয়ে আসে এবং হাওড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে বিভিন্ন তখন প্রত্যেকটা জেলায় সরকারের যে জায়গা থাকে সেইসব জায়গায় একটা করে রিফিউজি ক্যাম্প করা হয়। আমাদেরও পাঠানো হলো মেদিনীপুরের কোনো একটা জায়গাতে। চন্ডিপুর বলে একটা জায়গা। সেখানে আমাদের পাঠানো হলো। কিন্তু যখন আমরা শুরু করলাম ট্রাকে ওঠা… লিস্ট ধরে ধরে যখন ওরা ওঠালো তখন দেখা গেল আমাদের গ্রামের আত্মীয় যারা ছিল, তাদের নাম হয়তো পরে ডাকছে, আমাদের নাম আগে ডাকছে… এই ডাকাডাকিতে কিছু আত্মীয়স্বজন তারাও ভাগাভাগি হয়ে গেলো। কাকে যে কোথায় পাঠাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, তখন বুঝিনি। আমরা তো তখন ছোট। পরে যখন আমরা মেদিনীপুরের রিফিউজি ক্যাম্পে গেলাম সেখানে ফাঁকা বিশাল জায়গা। আমাদের তাঁবুর মধ্যে রাখা হলো। অনেক পরিবার। জানলাম আমদের যারা আত্মীয়স্বজন ছিল, আমার জামাইবাবুও… তারা কেউ চলে গেছে অন্য ক্যাম্পে বাঁকুড়ায়, কেউ চলে গেছে বর্ধমানের কোনো ক্যাম্পে। ওই সময় প্রত্যেকটা জেলায় একটা করে ক্যাম্প করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এই ক্যাম্পে যাওয়ার পরের যে অভিজ্ঞতা, আমরা ওখানে সেই তাঁবুর তলাতে… দুটো করে টেন্ট। যাদের ছোট পরিবার তাদের একটা করে টেন্ট। যাদের পরিবারে লোক বেশী তাদের দুটো করে টেন্ট দেওয়া হলো। ফাঁকা জায়গায়, ফাঁকা মাটিতে। আমাদের কাছে চিড়ামুড়ি ছিল, তাই খাওয়া… 

প্রশ্ন: সরকার থেকে কিছু দেয়নি?

উ: তখন দেয়নি কিছু।

09:35-10:33

সতীশ চন্দ্র বিশ্বাস: ক্যাম্প গুলিতে কাজ করিয়ে রিফিউজি রাখা হয় এবং সেই সমস্ত বিঘের পর বিঘে জমি সামান্য পয়সার পরিমাণে পরিষ্কার করা হলো। একটা বিরাট পাথর কেটে পুকুর তৈরী করা হলো? কেন করা হলো? না শহর থেকে গ্রামের মাঝে একটা ক্যানেলের মতো ছিল। এই পুকুরের জলটা সেখান দিয়ে আসবে এবং সেই পুকুরের জল রিফিউজি দের কাজে লাগবে এটা বোধহয় চিন্তাভাবনা ছিল সরকারের। তা বিশাল পুকুর, মানে মাটি নয় খালি পাথর। সেই পাথর কেটে কেটে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গাছপালা কেটে রিফিউজি দের দিয়ে পুকুর খনন করা হলো ।

11:15 – 12:25

সতীশ চন্দ্র বিশ্বাস: সেখানে ছিল একটা গ্রাম। সেখান থেকে লোকজন খুব কম… হয়তো রিফিউজি আসছে বলে কেউ একটা সব্জি নিয়ে, কেউ হয়তো কোনো একটা কিছু নিয়ে.. যা হয়। কেউ চকলেট, লজেন্স বিক্রি করতে আসতো। তখন সরকার থেকে বলা হলো, যারা ইস্কুলে পড়তে চাও এখান থেকে চার কিলোমিটার দূরে একটা রিফিউজি ক্যাম্পের ইস্কুল আছে। সেখানে ভর্তি হতে হবে কারণ এখানে কোনো ইস্কুল নেই। এখান থেকে চার কিলোমিটার হেঁটে যাওয়া হয়েছে সেখানে। আমি তখন ক্লাস ফাইভে ভর্তি হয়েছি। ক্লাস ফোর পর্যন্ত বাংলাদেশ থেকে পড়ে এসেছি।

প্রশ্ন: তখন তো শৈশবের কথা নিশ্চয়ই মনে পড়তো? কিরকম স্মৃতি আছে ওপার বাংলার?

উ: খুব ভালো কথা। আমি শৈশবের কথা কিছু বলি।

16:16-16:50

সতীশ চন্দ্র বিশ্বাস: আমি তখন ক্লাস টু তে পড়ি। সেই সময় দেখেছি আমাদের গ্রামের পাশের গ্রামে ছিল একটা ইস্কুল। আমাদের গ্রামে ছিল পাঠশালা, সেখানে আমি পড়তাম না। আমাদের গ্রামের কিছু বেশী বয়সের ছেলেরা, ফোর ফাইভ সিক্সে… একটা জুনিয়র হাই স্কুল ছিল।

20:27-23:30

প্রশ্ন: তখন বন্যার মধ্যে ক্যাম্প গুলোর কিরকম অবস্থা ছিল?

উ: ক্যাম্পে যে অফিসাররা ছিলেন, তারা বলতেন তোমরা এভাবে দাঁড়াও। সাইড দিয়ে সামান্য একটা গর্তের মতো করে দাও। জল যখন তাঁবুর ওপরে পড়বে তখন সাইডে পড়বে, সাইডে পড়লে দূরে সরে যাবে। মাঝখানটা ভিজবে না। কিন্তু তথাপিও মাঝখানটা মাটি তো… তারপরে আবার ইনস্ট্রাকশন দিলো ওরা, সাইড থেকে কিছু কিছু মাটি কেটে… আমি তোমায় বলি… কোদাল ইত্যাদি সবই সাপ্লাই দিয়েছিল সরকার থেকে। আমরা তো আর নিয়ে আসিনি। এই কোদাল দিয়ে মাটি কেটে… প্রত্যেকেরই তাঁবুর মধ্যে প্রায় এক ফুট মতো উঁচু করলো। উঁচু করার পরে তার ওপরে কিছু বিছিয়ে, বড় কষ্টদায়ক জীবন। বলে শেষ করা যায় না…

 

প্রশ্ন: না না। তবুও তুমি বলো।

উ: তো সেখানে মাটির ওপরে আমরা কোনরকম করে পাতা, শালপাতা দিয়ে কিছুটা কাপড় চোপড় দিয়ে, ছেঁড়া মাদুর দিয়ে… মানে ভিখিরি রা এভাবে ভিক্ষা করে না যেভাবে আমরা থেকেছি, এভাবে বলা উচিৎ না। আর সেইসব লোকেরা আমাদের সহযোগিতা করেছেন। তারা যথেষ্ট সহযোগিতা করতো। সেইভাবে তাঁবুর মধ্যে থেকেই সবাই পড়াশুনো করেছেন। আর বাবা, কাকা বড় যারা ছিলেন তারা সকাল হলেই কোদাল নিয়ে মাঠে গিয়ে চাষ করতেন। একটা বিরাট পুকুর করা হয়েছিল। তারপর ঐ ক্যাম্পটা তুলে দেওয়া হলো। সরকার থেকে অর্ডার হলো এটা কলোনি করে দেওয়া হবে। যারা থাকতে চাও, সে ধরনের পরিবারকে বেছে নেওয়া হলো। যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে, তাদের এখানে রাখা হবে না, অন্য ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। আমার বাবার বয়স তখন পঞ্চাশ বছর তাই ওখানে রাখলো না। এরকম ভাবে অনেক পরিবার কে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হলো।

31:57-35:00

প্রশ্ন: এখানে এসে তো পড়াশুনায় কয়েক মাস ক্ষতি হয়েছে?

উ: হ্যাঁ হয়েছে। সে সময় সিসন অনুযায়ী এডমিশন হয়। তাতে কিছু ক্ষতি হয়েছে। সে সময় আমরা যারা হাই স্কুলে গেছি… পিচ রোড, বাঁদিকে বিশাল জঙ্গল। সেখান দিয়ে আমরা দল বেঁধে হেঁটে হেঁটে স্কুলে গেছি। কেউ ফাইভ, কেউ সিক্স, কেউ সেভেন। আমার যেটুকু মনে পড়ে, আমি যখন ক্লাশ ফাইভে ভর্তি হই তখন আমাদের ক্যাম্পের ছেলেমেয়েদের মধ্যে ক্লাস এইটের ওপরে কেউ ছিল না। তো বড়রা একটা গ্রুপ করে যেত, ছোটরা আরেকটা গ্রুপ করে যেতাম। আসবার সময়ও ওইভাবেই আসতাম। এইভাবে স্কুলে যাতায়াত হতো। কিন্তু সেই সময় ওখানে যে ক্যাম্পের মধ্যে হাইস্কুল টা ছিল সেটা হলো PL ক্যাম্প। সরকার থেকে তখন বহু ক্যাম্প তৈরী করা হয়েছিল তাদের জন্যে যাদের বড় ছেলে নেই। আঠারো বছর হয়নি যাদের ছেলের, সেই সমস্ত পরিবারকে ওই ক্যাম্পে রাখা হতো। এক একটা লম্বা লম্বা ঘর। চারটে করে ঘরে এক একটা পরিবার কে রাখা হতো। সেখানে মাসখানেক ওই হাইস্কুল ছিল। সেই স্কুলে এরা পড়াশুনো করতো। সেখান থেকে অনেকে চাকরি বাকরি পেয়ে বাইরে চলে গেছে। আমি এমনও জানি ওখান থেকে পড়াশুনো করে ছেলেমেয়েরা পরবর্তীকালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে। অনেকে অনেক কিছু হয়েছে। তখন ওইভাবেই আমরা পড়াশুনো করেছি। ফাইভ থেকে এইট পর্যন্ত আমি ওভাবেই পড়াশুনো করেছি। তারপর আমরা অন্য একটা ক্যাম্পে গেলাম। ওটাও রিফিউজি ক্যাম্প। ওখানেও জঙ্গল পরিষ্কার করতে হয়েছে। ওখানেও তাঁবু দিয়েছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশ থেকে এসে তাদের দ্বারাই জঙ্গল পরিষ্কার করে তাদের থাকতে দেওয়া হয়েছে। যেমন দন্ডকারন্য। আমি যাইনি কিন্তু শুনেছি, হাজার হাজার বিঘা জমি এইভাবে কেটে রিফিউজি বসানো হয়েছে। সেখানে ইস্কুল, কলেজ, মিল কারখানা হয়েছে।

36:25 – 37:54

সতীশ চন্দ্র বিশ্বাস: আমরা যে ক্যাম্পে চলে এলাম, তারপরে আমার সেই স্বজন হারানো ব্যথা যেটা… আমাদের পরিবারের কাকা খুড়োরা কে কোথায় হারিয়ে গেলেন, কে কোথায় কাউকে কোন ক্যাম্পে নিয়ে গেলেন, আমরা দুই বছর পর্যন্ত জানতে পারিনি। পরে যখন আমরা একটু ঘরদুয়ার গুছিয়ে বসলাম, তাঁবু ঠিকঠাক করে সেই সময় বাবা খোঁজ করতে লাগলেন যে কে কোন ক্যাম্পে আছে। কিছু কিছু আত্মীয় কে খুঁজে পাওয়া গেছে, কিছুজন কে আজও খুঁজে পাওয়া যায়নি। এটা বড় কষ্টদায়ক। আজ পর্যন্ত খুঁজে পাইনি যে নিজের কাকার ছেলেরা কোথায় আছে !

প্রশ্ন: যাদের কে খুঁজে পেয়েছো তারা কোন কোন ক্যাম্পে ছিল?

উ: ওরা ছিল বাঁকুড়া, বাসুদেবপুর ক্যাম্পে ছিল… আমার জামাইবাবু ছিলেন। উনি শিক্ষক। পরে উনি নদীয়া তে এসে শিক্ষকতা করেছেন অনেকদিন। উনি মারা গেছেন। তারপরে বর্ধমান… বিভিন্ন জায়গাতে কিছু কিছু লোক খুঁজে পাওয়া গেছে আবার অনেককে পাওয়া যায়নি। আমরা আজ পর্যন্ত তাদের খোঁজ জানিনা।

38:10 – 44:45

সতীশ চন্দ্র বিশ্বাস: তখন ইস্কুল ফাইনাল ছিল। মাধ্যমিক তখনও হয়নি। সেখান থেকে ইস্কুল ফাইনাল পাশ করে আমরা, বাবা, কাকা বয়স্ক যারা ছিলেন… তাদের একটা লিস্ট বের করা হলো। যে, তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এবং যদি বড় ছেলে থাকে তাহলে তাদের তিন কাঠা জমি দেওয়া হবে। সেখানে বাড়ি করা হবে। এইভাবে আমাদের ওখান থেকে নদীয়া জেলায় নিয়ে আসা হলো। আমরা তিন কাঠা জমি পেলাম।

প্রশ্ন: ওখানে যে বাড়ি ছিল তোমাদের, সেটা কি করলে?

উ: আমার ঠাকুরদারা ছিলেন তিন ভাই। আমার বাবা বড়। যে ছোট সে বাংলাদেশে থেকে গেলো ওটা রক্ষা করার জন্য। এবারে ছোট ঠাকুরদার যে তিন ছেলে, একজন রইলো, তিনজন এখানে চলে এলো। এইভাবে চলতে লাগলো। আমরা তো আর যাইনি। একাত্তরে যখন বাংলাদেশ হলো, সেই সময় আমরা প্রায় ছেড়ে চলে আসার মতো… কে কি টাকা পয়সা পেয়েছে আমরা জানি না… তবে বিভিন্ন কাকা খুড়ো, গ্রামের বিভিন্ন লোক, এপাশে দোকান টোকান করে, অনেক কষ্ট করে…

প্রশ্ন: তখন কি তোমাদের সঙ্গে যোগাযোগ করে এসেছে?

উ: আমার কাকার সঙ্গে পরে যোগাযোগ হয়েছিল। কাকাকে বাবা সাহায্য করেছিল।

প্রশ্ন: তখন তোমরা রিফিউজি ক্যাম্পে না বাড়ি করে নিয়েছিলে?

উ: না যখন কাকা এলেন সেই সময়…

প্রশ্ন: সালটা?

উ: একাত্তরে আমরা বাড়ি করে নিয়েছি যুদ্ধের পরে। সেই সময়ে আমি নদীয়া জেলায় গেলাম, সেখানে শ্রী কৃষ্ণ কলেজ ছিল। সেখানে ইউনিভার্সিটি তে ভর্তি হলাম। ওখানে এক বছর পড়েছি। তারপর রেলে চাকরি পেয়ে গেলাম। তখন চাকরির খুব দরকার ছিল।

প্রশ্ন: কোথায় পড়েছো? কোন স্কুলে? কলেজে?, ইউনিভার্সিটি তে? 

উ: ওইখানে আমরা তো ক্যাম্পের ইস্কুলে পড়াশুনো করেছি।

প্রশ্ন: নাম কি ছিল মনে আছে?

উ: নাম টা… কি বিদ্যালয় একটা ছিল। আচ্ছা যাই হোক, তারপরে চলে এলাম। তখন চাকরির দরকার ছিল। বাবার কথা বলি। বাবা বাজারে একটা রেডিমেড কাপড়ের দোকান করলেন। বাঁচতে তো হবে। ওই আড়াই হাজার টাকা লোন দিয়েছিল সরকার থেকে আর তিন কাঠা জমি। তো ভাইরা পড়াশুনো করছে তখন। 

প্রশ্ন: ক ভাই ছিল?

উ: আমরা পাঁচ ভাই। আর তিন দিদি তো বিয়ে হয়ে চলে গেছে।

প্রশ্ন: ওরাও তো ইন্ডিয়া তেই ছিল?

উ: আমার ছোট ভাই জন্মেছে ইন্ডিয়া তে এসে, ওই প্রথম ক্যাম্পে। তো আমি যেহেতু বড়, আমার ওপর দায়িত্ত্ব বেশী। তো চাকরি একটা দরকার। আজকের দিনে চাকরি পাওয়া যেমন কষ্টদায়ক, তখন ততটা ছিল না। তারপর যখন অ্যাপ্লিকেশন দিলাম… আমি ভাবলাম এখানে এসে ইঞ্জিন দেখেছি, স্টিম ইঞ্জিন, তো আমি একটা রেলে চাকরি পেলে ভালো হয়। তো রেলেই চাকরি পেয়ে গেলাম ৬৪ সালে খড়গপুর ডিভিশনে। তো সেখানে চলে গেলাম। বাবা, মা তখন নদীয়া জেলাতেই। সেই সময় চাকরি করতে করতে, বাবা বললেন ঠাকুমা কে নিয়ে আসা দরকার। তখন কিন্তু বাংলাদেশ হয়নি। তো মনে পড়ে, ঘুষ দিয়ে বর্ডারে, ঝুড়িতে করে মাথায় করে ঠাকুমা কে নিয়ে এসেছিলেন আমার বাবা। ঠাকুমা দুই তিন বছর যখন বেঁচে ছিলেন তখন আমি মাঝে মাঝে বাড়ি যেতাম। ঠাকুমার স্নেহ আমি পেয়েছি। তখন তো বয়স হয়ে গেছে। এই আরকি। তারপরে তো ভাইরা আস্তে আস্তে পড়াশুনো করতে লাগলো, মেজভাই চাকরি পেয়ে গেলো। এইভাবে আস্তে অস্তে ৭২ সালে আমি বিয়ে করলাম। তেইশে ফেব্রুয়ারি আমাদের বিয়ে হলো। আমার সহধর্মিণী নার্স হিসেবে রেলে চাকরি পেলো। চাকরি পাওয়ার পরে খড়গপুর থেকে আমার এখানে ট্রান্সফার হলো। তারপরে আস্তে আস্তে সিস্টার থেকে মেট্রন থেকে অফিসার হলো। অ্যাসিস্টেন্ট নার্সিং অফিসার ছিল। আমিও ইলেকট্রিক ড্রাইভার ছিলাম, তারপরে ইন্সপেক্টর হলাম। আমরা চাকরি অনেক আগে ছেড়েছি। ৯৮ এ আমি চাকরি শেষ করেছি। অনেকদিনের কথা।

46:20 – 49:30

সতীশ চন্দ্র বিশ্বাস: ক্যাম্প থেকে যখন আমাদের বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়া হলো, দশটা পরিবার এখানে… দশটা পরিবার ওখানে… ক্যাম্প গুলো তখন উঠতে শুরু করলো। তখন সরকারের তরফ থেকে কিভাবে ওঠালো… না যাদের আঠেরো বছরের ওপরে বড় ছেলে আছে তাদের কাউকে জমি দিয়ে, টাকা দিয়ে ক্যাম্প গুলো তুলে দেওয়া হলো। এখন পশ্চিমবঙ্গতে শুনেছি কিছু কিছু জায়গাতে, যাদের ছেলেপুলে নেই, বয়স্ক… সেরকম কিছু পরিবারকে ক্যাশ লোন দিয়ে বাঁচিয়ে রেখেছে। তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। এখন তো আর ক্যাম্প বলে কিছু নেই।

প্রশ্ন: না এখন তো নেই। কিন্তু ওই যে পরিবার গুলো, ওরাও কোথাও এইভাবেই…

উ: হ্যাঁ দু চারটে পরিবারের কথা… যেমন আমার ভগ্নিপতির সঙ্গে একজন established হয়েছেন, স্কুলের টিচার ছিলেন। আরও দু একটি পরিবার ছিল তারা দণ্ডকারণ্যে চলে গেছে কিন্তু অন্য একসময়… মরিচঝাঁপি বলে একটা জায়গা ছিল যেখানে গুলিগালা হয়েছিল। বহু পরিবারকে ওখানে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে তাদের দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হলো। তো তারা সেখানে গিয়ে রায়পুর… ওখানে এটা পরিবারের খোঁজ পেয়েছি, আমাদের গ্রামেরই। ওরা ভালোই আছে। তবে ঘাস জমি কেটে ঘরবাড়ি করতে হয়েছে। সব রিফিউজি রাই করেছে। সরকার কিন্তু করে দেয়নি কিছু। তাদের ওপর চাপ দেওয়া হয়েছে যে তোমরা জঙ্গল কেটে বাড়ি করো, জমি করো এইভাবে…

প্রশ্ন: সরকার থেকে খাবার, খাদ্য আর কিছু…

উ: এইভাবে আমরা যখন ক্যাম্পে ছিলাম তখন মাস গেলে দশটাকা বারো টাকা… তখন তো টাকার দাম ছিল তাতে সত্যি বলতে কি চালটাই হতো, নুনও সেভাবে হতো না। আমার মনে পড়ে, যে চালের যে ছোট চালটা হয়, ওটাকে কি বলে? ছোট্ট চাল টা? তো এক কিলো চালের দাম যদি দশটাকা হয় তাহলে ওটার দাম ছিল ৬ টাকা। তো আমি দেখতাম বাবা মাথায় করে খুদগুঁড়ো কিনে নিয়ে আসতো। কারণ ছেলেদের মানুষ করতে হবে। কি করে বাঁচাবো? তেল কিনতে হবে, নুন কিনতে হবে, কি করে কিনবো? বড় কষ্টদায়ক! বলতে বলতে চোখে জল আসে।

51:30 – 54:15

সতীশ চন্দ্র বিশ্বাস: আচ্ছা, কেন এলাম? আমি ওই বয়েসে যেটুকু জ্ঞাত ছিলাম, যে সমস্ত জায়গাতে মুসলিম বেশী ছিল, হিন্দু কম ছিল, সেইসব জায়গাতে কিছু কিছু অত্যাচার হয়েছিল। সেসব আমার জন্মের আগে, পরে সব মিলেমিশে সব মনে নেই। কিন্তু হয়েছিল। কিন্তু হওয়ার দেখলাম অমুক জায়গায় হয়েছে দাঙ্গা। মুসলিম একদিকে, হিন্দু একদিকে। আমরা বাড়িতে বসে শুনছি একে ধরে নিয়েছে, ওকে ধরে নিয়েছে… গলা কেটে নিয়েছে। তখন ভাবতাম এখানে থাকা খুব মুশকিল। তখন যারা শিক্ষিত লোক ছিলেন গ্রামে তারা বললেন, যদি ছেলেমেয়েকে ঠিকভাবে মানুষ করতে হয় তাহলে এখানে থাকা চলবে না। কিন্তু আমরা জমি গুলো কি করবো? ওইসময় কেউ কিনতো না ভয়ে। কি করবে কিনে? সব তো ফেলে চলে আসতে হবে। হাজার হাজার, কোটি টাকা জমি ফেলে, চোখের জল ফেলে চলে আসতে হয়েছে। সেই সময়টা মুসলিম দের ওরকম ব্যাপার, শুনেছি। পরে যখন ভারত সরকার বললো, দ্বার খোলা। মাইগ্রেশন যতো পারবে এসো। এরা সবুজ সংকেত দিলো বলেই তো আসা। আমরা দলে দলে, মানে ১৯৫২, ৫৩, ৫৪, যতদূর মনে পড়ে ৫৬ পর্যন্ত সবচেয়ে বেশী রিফিউজি এসে ভারতে পৌঁছেছে। মানে ভাবা যায় না! তো, সেই জন্য ওইসব দিনগুলো খুব কাঁদিয়ে গেছে, এই হচ্ছে ঘটনা।